আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি পণ্য প্রদর্শনে কৃষি উদ্ভাবনী মেলা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: রবিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ উত্তর কদমতলা মাঠে ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির আয়োজনে উপকুলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি পণ্য প্রদর্শনের লক্ষে ও লবনসহনশীল কৃষি ফসলের জাত উৎপাদনে বার্ষিক উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করা হয়।

লির্ডাসের বাস্তবায়নে ইউনিয়ন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিটির সম্পাদক কৃষক নলিনি রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আকবর আলী পাড়। স্বাগত বক্তব্য রাখেন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

বক্তব্য রাখেন লির্ডাস কর্মকর্তা শওকত হোসেন প্রমুখ। মেলায় সম্বনিত কৃষি ব্যবস্থাপনা,লবনসহনশীল জাত,ইঁদুর দমন পদ্ধতি,মৃদু লবন পানিতে ধান চাষ সহ অন্যান্য কৃষি প্রযুক্তি ১০টি স্টলে প্রদর্শন করা হয়।