সংবাদচর্চা রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আইনজীবী সমিতির আয়োজনে বার ভবনের নিচ তলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমানের সঞ্চলনায় এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক নারী সাংসদ এডভোকেট হোসনে আরা বাবলী, সিনিয়র আইনজীবী এডভোকেট সেলিনা ইয়াসমিন, এডভোকেট সুলতান উদ্দিন নান্নু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বিদুৎ কুমার, কোষাদক্ষ মনিরুজ্জামান কাজল প্রমুখ।