আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু সারা বিশ্বের শোষিত মানুষের কন্ঠস্বর :এমপি গাজী

শোষিত মানুষের কন্ঠস্বর

 

বঙ্গবন্ধু সারা বিশ্বের শোষিত মানুষের কন্ঠস্বর :এমপি গাজীশোষিত মানুষের কন্ঠস্বর

সংবাদচর্চা ডেস্ক:বঙ্গবন্ধু সারা বিশ্বের শোষিত মুক্তিকামী মানুষের কন্ঠস্বর ছিলো বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

মঙ্গলবার  দৈনিক সংবাদচর্চাকে দেয়া একান্ত সাক্ষাতকারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর স্মৃতিচারণ করতে গিয়ে রণাঙ্গণের  খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে যুদ্ধে ঝাপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছিলাম।

সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তি সম্পর্কে গোলাম দস্তগীর গাজী বলেন,বঙ্গবন্ধু সারা জীবন সমাজের শোষিত, অবহেলিত মানুষের পক্ষে কাজ করে গেছেনমিয়ানমার ,সিরিয়া,ফিলিস্তিন, ইরাকসহ সারা বিশ্বে আজ যে জাতিগত শোষণ, হত্যা ,নিপীড়ন শুরু হয়েছে গেছে তা বঙ্গবন্ধুর ভাষণ অনুষরণ করলে সমস্যার সমাধান করা সম্ভব।একটি জাতিকে কিভাবে জাগ্রত করতে হবে তা বঙ্গবন্ধু ভালো করেই জানতেন।আজ বঙ্গবন্ধু জীবিত থাকলে বিশ্বে শোষণ নিপীড়ন থাকত না।

ইউনেস্কোর স্বীকৃতি সম্পর্কে গোলাম দস্তগীর গাজী বলেন,বঙ্গবন্ধুর ভাষণটি ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় বাঙালি জাতিকে গর্বিত করেছে। বঙ্গবন্ধু শুধু আজ বাঙালির নেতা নন ,কোন দলের নেতা নন, সারাবিশ্বের নেতা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলায় পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ।যত দিন পৃথিবীতে অসাম্য, বৈশম্য, অধিকারহীনতা সহ অসামাজিক কার্যকলাপ থাকবে ততদিন ভাষণটি চলমান থাকবে।

বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন,বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে মানব মুক্তির কথা বলেছেন, এ দেশের স্বাধীনতার কথা বলেছেন।যে খানে দুঃখি মানুষের আর্তনাত আছে সেখাইনে বঙ্গবন্ধুর কন্ঠস্বর ছিলো। বাঙালি হাজার বছর ধরে মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে, কেউ এ দেশের স্বাধীনতা এনে দিতে পারেন নাই বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের স্বাধীনতা এসেছে।কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো, যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের সেবায় নিজেকে আত্ননিয়োগ করেছিলো ঘাতকরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নবাস্তবায়ন করতে দেয় নি।১৯৭৫ সালের ১৫ আগস্ট পরাজিত শক্তি ক্ষমতা লোভীরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে গোলাম দস্তগীর গাজী বলেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।কৃষিখাত ,শিক্ষাখাত,চিকিৎসা খাত,তথ্যপ্রযুক্তি খাত,অবকাঠামোগত উন্নয়নসহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে,খাদ্যে স্বয়ংস্বম্পূর্ণ অর্জন করছে।পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে।মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন,গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শোষণ মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ ,সন্ত্রাসবাদ,দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবিরাম লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন,দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী যারা বাঙালিকে ,বাংলাদেশ কে মেনে নিতে চায় না সেই ঘাতকরা বঙ্গবন্ধুর কন্যা জননেএী শেখ হাসিনা কে হত্যার চেষ্টা করছে তাদেরকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করে দিতে হবে।