নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভারত সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীকে সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধা ঘণ্টা স্থায়ী হওয়া এ সাক্ষাতে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত সকলের সঙ্গেই ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এর আগে প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সফর শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।