দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই- এমপি মোতাহার
হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি:
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, দেশ ও জনগনের এ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে তা একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই হয়েছে।
তিনি ছাড়া দেশ ও মানুষের এত উন্নয়ন হতো না। তাই আপনার আবারো নৌকায় ভোট দিবেন। কারন দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
বুধবার বৃহস্পতিবার সন্ধার আগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আরাজী ট্যাংঝাড়া হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে সানিয়াজান ইউনিয়ন আ’লীগ আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সানিয়াজান ইউনিয়ন আ’লীগের আহবায়ক আবুল হাশেম তালুকদারের সভাতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আ’লীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, আলিমুদ্দিন ডিগ্রী কলেজ অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, কৃষক লীগ সভাপতি আলাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী সরকার, সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা পরিষদ সদস্য এরশাদুল্লাহ শাকিল, সানিয়াজান ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক সাহেবুর রহমান মোস্তাজির, যুবলীগের সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।