আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ রাসেলকে মন্ত্রী গাজীর শ্রদ্ধাভরে স্মরণ

নবকুমার:

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন আজ (শুক্রবার)। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। জন্ম দিনে শেখ রাসেলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে  নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া গোলাম দস্তগীর গাজী সংবাদচর্চাকে জানান, শিশু রাসেলের হত্যা কান্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক হত্যাকান্ড । খুনিচক্র চেয়েছিলো বঙ্গবন্ধুর পরিবারকে রাজনীতিতে থেকে শেষ করে দিতে। কিন্তু ওরা পারে নাই , সেদিন বিদেশে থাকায় প্রাণে বেচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের মাধ্যমেই আমরা শিশু রাসেলকে খুঁজে পাব।

সর্বশেষ সংবাদ