আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ রাসেল নগর এবং পঞ্চবটি পার্ক শিশুদের জন্য ফ্রি !

নিজস্ব প্রতিবেদক: 

নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল নগর পার্ক এবং পঞ্চবটির এডভ্যাঞ্চার ল্যান্ড পার্ক প্রতি  শুক্রবার শিশুদের জন্য পুরোপুরি ফ্রি ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় চাষাড়া শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছনতা কর্মসূচির উদ্বোধনকালে বেইলী স্কুলের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই ঘোষণা দেন তিনি।

বেইলী স্কুলের প্রতিষ্ঠাতা কাসেম জামালের সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক প্রমূখ।

জানা গেছে  মেয়রের কাছে শিক্ষার্থীদের চাওয়া  ছিলো, সিটি করপোরেশনের মধ্যে সপ্তাহের একদিন শিশু দিবস, সিনেস্কোপে সপ্তাহে একদিন শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন, শহীদ মিনারে কেবল একদিন শিশুদেরই প্রবেশাধিকার, জিমখানা লেকে সপ্তাহে একদিন কেবল শিশুদের অবাধে চলাচল, আলী আহম্মদ চুনকা পাঠাগারে সপ্তাহে একদিন শিশুদের জন্য উন্মুক্ত, নারায়ণগঞ্জ গণগ্রন্থাগারে সপ্তাহে একদিন শিশুদিন জন্য রাখার দাবি তুলে তারা।

এছাড়া আইভী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেছেন।

সর্বশেষ সংবাদ