নবকুমার:
কানাডা আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। রবিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান নারায়ণগঞ্জ ১ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই এমপি । বিমান বন্দরে গোলাম দস্তগীর গাজীকে ফুলেল শুভেচ্ছা জানান রূপগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মন্ত্রী বাসায় পৌছালে সেখানেও তার শুভাকাঙ্খীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, আওয়ামীলীগ নেতা ফিরোজ ভূইয়া, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খান, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়াসহ অনেকে।