আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষার মর্যাদা রক্ষা করতে হবে: পাপ্পা গাজী

অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রূপগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ভাষা শহীদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরাই একমাত্র রক্তদিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তারা বাংলাভাষা মেনে নিতে পারে নাই। বাংলাকে আরবি হরফে বিকৃতি করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তার নেতৃত্বে মাতৃভাষা দিবস  ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

এসময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ,উপজেলা পরিষদের চেয়ারম্যান  শাহজাহান ভু্ইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল ভুইয়া, এসিল্যান্ড তারিকুল ইসলাম,ওসি মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, মান্নান মুন্সি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভূইয়া, ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার , সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম সহ আওয়ামী মহিলালীগ ও যুবমহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।