টি.আই আরিফ: সারা দেশে শীতের তীব্রতা বৃদ্ধি সহ,ঢাকায় তাপমাত্রা কমতে শুরু করছে। যেকোন সময়ের মধ্যেই ঢাকায় শৈত্যপ্রবাহ নামার আশংকা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, যে পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সে অনুযায়ী দু’এক দিনের মধ্যে ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে হাল্কা কুয়াশা পড়তে পারে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ।