আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় ট্রলার ডুবিতে নিখোঁজ এক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছে। । ৩০ মার্চ শনিবার সকালে শহরের ৫নং খেয়াঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত  উদ্ধার কাজ চলছিল।

নিখোঁজ ব্যক্তি হলো, নেত্রকোনা জেলার জুয়েল মিয়া (২২)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকাল ৬টায় সিমেন্ট বোঝাই একটি ট্রলার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওই সময় জাহাজে থাকা সকলে সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে চলেছে।