বন্দর প্রতিনিধি:
ফিটনেসবিহীন ট্রলারে অতিরিক্ত যাত্রী নিয়ে শীতলক্ষা নদী পাড়ি দেওয়ার সময় ট্রলারে ছাঁদ ভেঙ্গে ট্রলার ডুবির ঘটনায় ৪ জন নিখোঁজসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
নিখোঁজ ব্যাক্তিরা হলো দ্বীন ইসলাম (৩৫) জনী (২৩) ফালান (৩৫) ইমন (২২) ও সুজন (১৯)।
আহত ১২ জনের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে তারা হলো তানভীর (১৬) বিল্পব (৩৫) জোহা (৪০) রমজান (২৬)। বাকি আহতরা নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার রাত পৌনে ৯টায় স্কুল ঘাট এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
ট্রলার র্দূঘটনায় আহত চরঘারমোড়া এলাকার র্গামেন্টর্স শ্রমিক সামছুজ্জোহা জানান, যাতায়াত খরচ বাঁচাতে নি¤œ আয়ের মানুষ নদী পথ দিয়ে চলাচল করে। প্রতিদিনের ন্যায় রোববার রাত সাড়ে ৮টায় বন্দর ১নং খেয়াঘাট থেকে আমিসহ প্রায় দেড় শতাধিক যাত্রী ট্রলার যোগে মদনগঞ্জ গামী ট্রলার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রী সংখ্যা বেশী থাকায় প্রায় অর্ধ শতাধিক যাত্রী ট্রলারে ছাদে অবস্থান করে। পরে ট্রলারটি স্কুল ঘাটের সামনে আসলে হঠাৎ ট্রলারে ছাদ ধ্বসে পরলে ওই সময় ছাদে থাকা যাত্রীরা নদীতে পরে যায়। ওই সময় আতংকিত যাত্রীরা ট্রলার থেকে দ্রুত বের হতে গেলে ট্রলারটি উল্টে নদীতে ডুবে যায়। ট্রলারে যাত্রীরা কোন মতে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও। অনেক যাত্রী তাড়াহুড়া করতে গিয়ে আহত হয়েছে।
ট্রলার ডুবি ঘটনায় নিখোঁজ ব্যক্তিরা হলো বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার ফকির চাঁন মিয়ার ছেলে হোশিয়ারী শ্রমিক জনী (২৩) একই এলাকার মৃত জিয়াবল মিয়ার ছেলে নয়ামাটি শাকিলা ফ্যাশন হোশিয়ারী শ্রমিক ফালান (৩৫) মদনগঞ্জ এলাকার মৃত কালা চাঁন মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫) ও মদনগঞ্জ এলাকার ইমন(২২) ও সুজন (১৯) নিখোঁজ হয়। র্দূঘটনার পর থেকে ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ পরিচালনা করছে।
এ ব্যাপারে নিখোঁজ ফালান মিয়ার বড় ভাই আবুল কাশেম মিয়া জানান, ছোট ভাই ফালান শহরে নয়ামাটি শাকিলা ফ্যাশন হোশিয়ারীতে কাজ করে আসচ্ছে। ফালান সব সময় মদনগঞ্জ ট্রলার ঘাট দিয়ে যাতায়েত করে থাকে। রোববার রাতে ফালান কাজ শেষে রাতে ট্রলার যোগে বাড়ীতে ফিরার পথে ট্রলার ডুবে নিখোঁজ হয়।
এ ছাড়াও নিখোঁজ হোশিয়ারী শ্রমিক জনী মা জহুরা বেগম জানান, জনী শহরের ফারজানা টাওয়ারে হোশিয়ারীতে কাজ করে। প্রতিদিন কাজ শেষে সিএনজি দিয়ে বাড়ীতে ফিরত। রোববার রাতে জনী তার বন্ধুদের সাথে ট্রলার দিয়ে বাড়ী ফিরছিল। ট্রলার ডুবে জনী নিখোঁজ হয়।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার ফরিদ উদ্দিন জানান, রোববার রাতে শীতলক্ষা নদীতে ট্রলার ডুবির ঘটনায় মদনগঞ্জ এলাকার বেশ কয়েকজন হোশিয়ারি শ্রমিক নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা শীতলক্ষা নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত লাশ উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায়নি।