অনলাইন রিপোর্ট:
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে রাহুল গান্ধীর হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে আগামী কাল রোববার সেখানে রাহুল গান্ধীর জনসভা করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। আর এর জন্য কংগ্রেসের অভিযোগের তীর সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।
জি নিউজের খবরে বলা হয়, হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ায় শিলিগুড়ির দাগাপুরে রোববার অনুষ্ঠেয় রাহুল গান্ধীর জনসভা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে কংগ্রেস বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘সস্তা ও অসাংবিধানিক’ রাজনীতি করছেন।
শিলিগুড়ির পুলিশ কমিশনার বি এল মিনা জানিয়েছেন, কংগ্রেস শিলিগুড়িতে হেলিকপ্টার অবতরণের অনুমতি চেয়েছিল। কিছু বিশেষ কারণে তা দেওয়া যায়নি। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কোনো বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়নি।
এর আগে বুধবার উত্তরপ্রদেশের আমেতিতে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধীর মাথায় সাতবার লেজার রশ্মি দেখা যায়। এ ঘটনার পর রাহুল গুপ্তহত্যার শিকার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করা হয় তার দলের পক্ষ থেকে। এ নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কংগ্রেসের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে রাহুল গান্ধীর জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের দাবি জানানো হয়েছে।
বিক্ষিপ্ত সংঘাত-সংঘর্ষ, প্রাণহানি, ইভিএম ভাংচুরের মতো নানা অপ্রীতিকর ঘটনার মধ্যে বৃহস্পতিবার ভারতের জাতীয় নির্বাচনে প্রথম ধাপে ভোটগ্রহণ শেষ হয়। ১৮ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ করা হবে।