আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিমরাইলে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে  বিক্রমপুর বোডিং নামে একটি আবাসিক হোটেল থেকে ফরিদুল হাসান (৫৮) নামের এক কর্ভ্যাডভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর বিক্রমপুর আবাসিক বোডিং এর একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠিয়ে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহীম পাটোয়ারী জানান, নিহত ফরিদুল হাসান (৫৮) শুক্রবার রাতে তার মালিকানাধীন কভার্ডভ্যান কাঁচপুর ব্রীজের পূর্বপাশে পার্কিং করে রেখে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ বিক্রমপুর হোটেলে রাত্রি যাপন করে। হোটেলে রাত্রিযাপনের ব্যাপারটি তিনি মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিল। রাত ১টার পর তার পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেয়ার পর তিনি আর রিসিভ করেননি। পরবর্তীতে শনিবার ভোরে তার ছেলে ইমন ও চাচাতো ভাই মাহফুজ ঐ হোটেলে এসে ম্যানেজারকে ছবি দেখায়।

ম্যানেজার ঐ লোককে শনাক্ত করে ঐ হোটেলের ২২ নং কক্ষে তিনি রাত্রি যাপন করেছেন বলে জানিয়ে তাদেরকে নিয়ে ঐ কক্ষের সামনে যায়। তবে ঐ রুমের দরজায় তারা আওয়াজ করলে তিনি দরজা না খোলায় হোটেলের ম্যানেজার পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে সকাল ৮ টায় পুলিশ ঐ হোটেলের দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠায়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনামুড়ী থানার রথি ভূইয়া বাড়ি এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুর রশিদের ছেলে