আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবসেনাকে সমর্থনের প্রশ্নই ওঠে না: সোনিয়া গান্ধী

মহারাষ্ট্রে সরকার গঠনের সমীকরণ আরও জটিল হয়ে উঠল । শিবসেনার সঙ্গে জোট করে সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শিবসেনাকে সমর্থনের প্রশ্নই ওঠে না

সোমবার দিল্লিতে সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার। সেখানে আধ-ঘণ্টা মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়। কিন্তু সেই সাক্ষাতের পরও ইতিবাচক কিছু বেরিয়ে আসেনি। বরং গোটা গোটা বিষয়টি নিয়ে রহস্য জিইয়ে রাখেন পাওয়ার।

সংবাদমাধ্যমে পাওয়ার বলেন, ‘মহারাষ্ট্রের মানুষ এনসিপি-কংগ্রেসকে বিরোধী আসনে বসার নিদান দিয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিধায়ক আমাদের হাতে নেই। যাদের সেই সংখ্যা রয়েছে তারা সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও আমি নেই।’

মহারাষ্ট্রে ২৮৮ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ১০৫ এবং শিবসেনার দখলে ৫৬। কংগ্রেস ৪৪ এবং এনসিপি ৫৪ টি আসন অর্জন করে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে পেতে হবে মোট ১৪৫ টি আসন। ফলে জোট গঠন করে মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে হবে।