নবকুমার:
তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার অস্ত্রমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করেছেন। আমরা শিক্ষাঙ্গনে সন্ত্রাস চাই না। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তা বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে শিক্ষাখাতে বিপ্লব ঘটেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ক্যাম্পাসে ছিলো অস্ত্রের ঝনঝনানি। শিবির ছাত্রদল তারা নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করেছে। এতে সাধারণ ছাত্রছাত্রী মারা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ্ব সূফি মোহাম্মদ মিজানুর রহমান, মাসকো গ্রুপের চেয়ারম্যান এম.এ সবুর, বস্ত্র ও পাট মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক, কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, গভনিং বডির সভাপতি তওসিফ মুনীর চৌধুরী, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান তুহিন , আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ ,আলহাজ্ব আনছর আলী সহ অনেকে।