রূপগঞ্জে শিক্ষকদের মিলনমেলা
শিক্ষা উপকরণ বিতরণ
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯শতাধিক শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, পরিচালনা কমিটির সদস্যদের গতকাল ১৫মার্চ বৃহস্পতিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ”শিক্ষার জন্য আমরা” এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গাজী গ্রুপ তারাবো পৌরসভার আনন্দপল্লীতে এ সমাবেশের আয়োজন করে। সকাল ১০টা থেকে শিক্ষক শিক্ষিকারা সমাবেশস্থলে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষকদের আগমনে সভাস্থল পূর্ণ হয়ে যায়।
সভারস্থল নানা রঙের ফেস্টুন, ব্যানার, বেলুন, প্লেকার্ড আর ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। সকল শ্রেণির মানুষের অংশ গ্রহণে সমাবেশটি শিক্ষানুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। দেশ স্বাধীনের পর রূপগঞ্জে সরকারি প্রাথমিক শিক্ষকদের নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে প্রবীণ শিক্ষকরা জানিয়েছেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে মধ্যে ছিল স্মৃতিচারণ, কবিতা আবৃতি, কৌতুক পরিবেশনা, র্যাফেল ড্র, পাঠদানের কৌশল, শিক্ষাগ্রহণে শিক্ষার্থীদের মনোযোগী করার কৌশল, ছাত্রছাত্রীদের স্কুলগামী করার কৌশল, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর উপায়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ওসি মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, শিক্ষক নেতা সাইফুদ্দিন ইফসুফ, মোস্তাক আহমেদ, হাজী মো: আলী ওসমান, তারিকুল ইসলাম, কবির হোসেন, আব্দুর রহিম ভুঁইয়া, মঞ্জুর হোসেন, মাহমুদা আক্তার প্রমুখ।
পরে উপস্থিত সকলের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উল্লেখ্য গত ১মার্চ রূপগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের ও কলেজের শিক্ষকদের অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।