কালকিনিতে ৫০জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
শহিদুল ইসলাম লিখন:
মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার ৫০জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজামউদ্দিন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, আ’লীগ নেতা লোকমান সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও শিক্ষক গোলাম কিবরিয়া।