আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শার্শায় পিস্তলসহ একাধিক মামলার আসামী আটক

শার্শায় পিস্তলসহ

শার্শায় পিস্তলসহ একাধিক মামলার আসামী আটকশার্শায় পিস্তলসহ

মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পিস্তল গুলিসহ সোহানুর রহমান সোহান (২৬) নামে একাধিক মামলার আসামীকে আটক করেছে পুলিশ।

আটক সোহান দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজের ছেলে শাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, বুধবার ভোরে উপজেলার জামতলা নামক সড়কে কয়েকজন সন্ত্রাসী অপেক্ষা করছিল এমন গোপন সংবাদে সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্ত্রাসী সোহানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠান হয়েছে।