নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নাতি অসুস্থ হয়েছেন । অসুস্থর বিষয়টি জানিয়েছেন শামীম ওসমান। তিনি নাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। শনিবার বাদ জোহর উত্তর চাষাঢ়া জামে মসজিদে ভাষা সৈনিক নাগিনা জোহার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি নাতি অসুস্থতার কথা বলেন। এসময় তিনি বলেন, আমার আব্বা, আম্মা, ভাই তথা সবার জন্য এবং আমাদের প্রিয়জন যারা চলে গেছেন তাদের সবার জন্য আমি দোয়া চাই। আর যারা অসুস্থ আছেন আল্লাহ যাতে তাদের সুস্থ করে দেন সে জন্য আমরা দোয়া করবো। আমি যেন মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে পারি সে জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার নাতি অসুস্থ তার জন্যও আপনারা দোয়া করবেন।
প্রসঙ্গত গত বছর ২৩ সেপ্টেম্বর জন্মেছে অয়ন ওসমানের পুত্র সন্তান।