আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের তেলবাজ সমর্থক শাহ্ নিজামের বিরুদ্ধে থানায় জিডি

সংবাদচর্চা রিপোর্ট:

সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য প্রদানের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷ তিনি মহানগর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন৷

শুক্রবার (২৯ মার্চ) সকালে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের বাদী হয়ে এ জিডি করেন৷

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ মার্চ ফতুল্লায় একটি অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে শাহ্ নিজাম সরকার ও পুলিশকে নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন৷ তিনি বলেছেন, সাংসদ শামীম ওসমান থাকলে প্রশাসনের কোন দরকার হয় না৷

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের বলেন, পত্রিকায় এসেছে শাহ্ নিজাম প্রশাসনকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন৷ তারই প্রেক্ষিতে জিডি করা হয়েছে৷