আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শামিম ওসমানও হারিয়ে যাবেন- শহীদুল্লাহ

শামিম ওসমান

শামিম ওসমান

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশকে গডফাদার আখ্যা দিয়ে সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের নিয়ে ফেইসবুকে কড়া মন্তব্য করে স্ট্যাটাস দিয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ।
শহীদুল্লাহ তার ফেইসবুকে দেয়া এক স্টাট্যাসে শামীম ওসমানের রাজনৈতিক ভবিষৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, উনিও হারিয়ে যাবেন।
গত ২০ এপ্রিল ফেইসবুকে দেয়া তার স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তার (শামীম ওসমানের) কিছু সাংবাদিক মুরিদ আছেন,যারা কাউসার আহমেদ পলাশকে গডফাদার বলেছেন,তারা যেন প্রকাশ্য মাফ চান সৃষ্টিকর্তার সমীপে।কারন তাদের পীর কেবলাজান ও তাকে গডফাদার বলেন না।
দৈনিক সংবাচর্চার পাঠকদের জন্য হুবহু তার স্ট্যাটাসটি নিচে দেয়া হলো।
এম.পি.শামিম ওসমান সিংগাপুর। সেখানে এক অনুষ্ঠানে নিজেকেই নিজে গডফাদার বলে উল্লেখ করেছেন#আগে তাকে,ফেনির জয়নাল হাজারীও ঢাকার মকবুল হোসেন #কে গডফাদার বল্লেও নিন্মোক্ত দুইজনের রাজনৈতিক জীবন হারিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেছেন। শামিম সাহেবের অনেক ওয়াজ- নসিহতেরর কথা শুনেছি। সেই ধর্মের বিধানানুযায়ী, তিন জনের দুইজন যেহেতু হারিয়ে গেছেন, সেহেতু ওনিও হারিয়েই যাবেন,,,, এটাই আল্লাহ- পাকের স্পষ্ট ঘোষনা। আরেকটি কথা এখানে বলা প্রয়োজন যে, তার কিছু সাংবাদিক মুরিদ আছেন, যারা কাউসার আহমেদ পলাশকে গডফাদার বলেছেন, তারা যেন প্রকাশ্য মাফ চান সৃষ্টিকর্তার সমীপে।কারন তাদের পীর কেবলাজান ও তাকে গডফাদার বলেন না।

শামিম ওসমান