আজ বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শান্তিপূর্ণভাবেই চলছে না.গঞ্জ আইনিজীবি সমিতির নির্বাচন (ভিডিও)

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২০২১-২০২২ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে ।  বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায় এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আদালতপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবিদের বুথে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতৃবৃন্দদের। সকাল থেকেই আদালতপাড়ায় শোডাউন দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷ তাদের শোডাউনের নেতৃত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু।

বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমুর আলম খন্দকার সংবাদচর্চাকে বলেন, আমি মনে করছি নির্বাচন সুষ্ট হচ্ছে। এখন পর্যন্ত কোন ধরণের সমস্যা দেখা যাচ্ছে না। তবে বাহিরে ক্ষমতাসীনরা শোডাউন করে প্রভাবিত করতে চেষ্টা করছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অ্যাড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাড. আশরাফ হোসেন, অ্যাড. আবদুর রহিম, অ্যাড. মেরিনা বেগম এবং অ্যাড. সুখচাঁদ সরকার।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি অ্যাড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে অ্যাড. বরুণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রন্ট এর প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি অ্যাড. মানিক মিয়া, সহ সভাপতি অ্যাড. আনোয়ারুল আলম রিপন, সাধারণ সম্পাদক অ্যাড. কামাল হোসেন মোল্লা।