রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৫ জুলাই সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ভোট হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন পুলিশ সুপার হারুন অর রশীদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক মেয়র নির্বাচিত হয়েছে।
এসপি হারুন জানিয়েছেন ,নির্বাচন অবাদ নিরপেক্ষ হয়েছে। কোথাও কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।