সংবাদচর্চা রিপোর্ট
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজনে শহীদ জননী জাহানারা ইমামের ২৬ তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায়, নারায়ণগঞ্জ ২নং রেলগেইটস্থ বাসদ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
শহীদ জননী জাহানারা ইমামের ২৬ তম মৃত্যু দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে জেলা বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেও কবিতা আবৃত্তি করেন।
আলোচনা সভায় বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কমরেড নিখিল দাস এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি কমরেড আবু নাঈম খান বিপ্লব, বাসদ জেলা ফোরামের সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা সমন্বয়ক এম এ মিল্টন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলার সংগঠক প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সুলতানা আক্তার সহ আরও অনেকে।