সংবাদচর্চা অনলাইনঃ
পোশাক শ্রমিকদের নির্যাতন ও জোর পূর্বক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ডেনিসন এ্যাটায়ার্স লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইস্কয়ার সোয়েটার লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পোশাক শ্রমিক জুলেখা বলেন, ফাহিম আমার গায়ের উপর পা উঠাইছে। সে আমাকে শ্লীলতাহানিও করেছে।মারধর করে আবার কুপ্রস্তাবও দিয়েছে। আমি সুপারভাইজার মিঠু ভাইয়ের কাছে বিচার দিলে তিনি কিছুই করেন নি। উল্টো তার পক্ষ নিয়ে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। আমি এদের বিচার চাই।
পোশাক শ্রমিক রোকেয়া বেগম বলেন, আমি জুলেখার সাথে অন্যায়ের প্রতিবাদ জানালে আমাকে ভয় দেখায়। আমাকে তুলে নেওয়ার হুমকি দেয় তারা। সাদা কাগজে আমার সই নেয়। সেই সাথে আরও ৪জনের সাদা কাগজে সই নিয়ে বরখাস্ত করে দেয়। আমরা তাদের বিচার চাই।