নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, শহর এলাকতে কোন অবস্থাতেই সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ট্রাক, কার্ভারভ্যান এবং মালবাহি যান চলাচল করতে পারবে না। রমজান মাসের ভেজাল রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট গণ অবিরাম কাজ করে যাচ্ছে।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারক ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তথ্য অধিকার আইন বাস্তবায়ন জোরদার করণ সংক্রান্ত মাসিক সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
রোববার (২০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা নারায়নগঞ্জ লিংক রোড়ের দুই পাশে জলাবদ্ধতা ও যানজট নিরসনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে তদারকি করার নির্দেশ দেন। এবং সমস্যা সমাধানে আগামী কাল থেকেই রাস্তার দুই পাশের ময়লা আর্বজনা ভেকু দিয়ে পরিস্কার করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার, সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হামিদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা বেগম, উপপরিচালক হেলাল উদ্দিন, ইসলামী ফাউন্ডিশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ার এডভোকেট আজাদ বিশ্বাস। এছাড়াও সরকারী বেসরকারী উচ্চ পদস্থ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।