আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লেক-পার্ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: নগরীর শেখ রাসেল নগর পার্ক, লেক দ্রুত বাস্তবায়ন ও বিকল্প ঈদগাহ্ ময়দান প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন। শনিবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় জল্লারপাড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন এলাকার শত শত সচেতন নারায়ণগঞ্জবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে “শেখ রাসেল নগর পার্ক, লেক দ্রুত বাস্তবায়ন করো, করতে হবে” “বিকল্প ঈদগাহ্ ময়দান প্রতিষ্ঠা কর, করতে হবে”, “ভূমি দর্স্যুদের কাল হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও”, “ধুলাবালি থেকে পরিবেশ রক্ষা কর, করতে হবে” বিভিন্ন স্লোগান দেয়া হয়।
মানববন্ধনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরউদ্দিন আহাম্মেদ বলেন, শেখ রাসেল নগর পার্ক ও লেকের বর্ধিত অংশ তৈরিতে ঠিকাদারের দীর্ঘসূত্রিতা এবং অবৈধ দখলদারদের অপতৎপরতার কারণে উন্নয়ন কাজ বিলম্বিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। লেকের এলাকাটি রেলের সম্পত্তি হলেও এটির মালিক রাষ্ট্র। আর রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, তাই এটি জনগণের সম্পত্তি।
এখানে কেউ বাঁধা সৃষ্টি করতে পারবে না। ১৮৮৬ সালে কোলকাতা হাইকোর্টের নির্দেশনা বলে এই জায়গার মালিক রেলওয়ের কোন ব্যক্তি এই জায়গার মালিক হতে পারে না।
তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে যাতে এই শেখ রাসেল নগর পার্ক ও লেকটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা যায়, সেভাবে কাজ তরান্বিত করার দাবী জানাই। ২০/২২ বৎসর ব্যাপী তিলে তিলে খাল ভরাট করে আমরা একটি ঈদগাহ ময়দান তৈরি করেছিলেন। সেখানে ১৭ বৎসর দুই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি স্কুল ঘর নির্মান করেছিলাম। শেখ রাসেল নগর পার্ক ও লেকের বৃহত্তর স্বার্থে আমরা ঈদগাহ্ ও স্কুল ঘরটি বিসর্জন দিয়েছি। মাননীয় মেয়রের সহিত সাক্ষাত করিলে তিনি আমাদেরকে বিকল্প জায়গায় একটি ঈদগাহ ময়দান পুন: নির্মানের আশ্বাস প্রদান করেন। আমরা সেই প্রতিশ্রুত ঈদগাহ্ ময়দানটি জরুরী ভিত্তিতে পুন: নির্মানের জন্য মাননীয় মেয়রের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
একটি ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার দাবী জানিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, শেখ রাসেল নগর পার্ক ও লেকের বর্ধিত অংশ নির্মানে যারা অবৈধ ভাবে বাঁধা সৃষ্টি করছেন তাদেরকে নিজ উদ্যোগে স্থাপনা ও সাইনবোর্ড সরিয়ে নিতে হবে। অন্যথায় জনগণ এই সকল বাঁধা অতিক্রম করে পার্ক ও লেকের কাজে সহযোগিতা করে তা যে কোন মূল্যে বাস্তবায়ন তরান্বিত করবে। আমাদের অত্র অঞ্চলে ঈদগাহ ময়দান নেই। তাই লেকের পূর্ব পার্শ্বে মনোরম সুন্দর পরিসরে একটি ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার জন্য মেয়রের প্রতি জোর দাবী জানাই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী’র সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক হাজী মো. রমজানুল রশীদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, মো. হোসেন কাজল, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, যুব নেতা খালিদ হাসান, কাদিরিয়া তৈয়্যাবিয়া মাদ্রাসার সেক্রেটারী মোবারক হোসেন, যুব নেতা তাহের উদ্দিন সানী।
আরও উপস্থিত ছিলেন ইয়াদ পত্রিকা সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমসের আলী মিলন, রমিজ উদ্দিন রমু, জুয়েল হক, মো. শাহজাহান, রমিজ উদ্দিন মোল্লা, আ. রশিদ সরদার, হাজী আবুল হাশেম, তোফাজ্জল হোসেন, আমিনা বেগম, হাজী সেলিম হোসেন, হাজী মো. আ. গফুর, আবুল সরদার, হাজী জাহাঙ্গীর কবির পোকন, খ ম সুলতান, নজরুল খন্দকার, মো. জাফর, মো. স্বপন, নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, নূর হোসেন, শুক্কুর মিয়া, সুলতান, এন আই রোমান, হাজী গোফরান শেখ, হাজী কাইয়ুম নবাব, মো. হুমায়ুন সহ বিভিন্ন এলাকার শত শত সচেতন নারায়ণগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ