আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারী

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে আ’লীগের বিদ্রোহীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতারা।

২৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় এ হুঁশিয়ারি দেন জেলা আওয়ামীলীগ।বক্তারা বলেন, আগামী ৭ মার্চের মধ্যে নৌকা প্রতীকের বিরুদ্ধে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আগামী ২৪শে মার্চের নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরীকে বিজয় করার লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ও আহ্বান জানানো হয়। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরি নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, সাবেক জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, নুরুল ইসলাম বাবুল, সাইফুল হাসান রনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬ জন, রামগঞ্জে ৩ জন, রায়পুরে ২ জন, কমলনগরে ৯ জন ও রামগতিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।