নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য অর্ধকোটি টাকা দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তার নিজস্ব তহবিল থেকে দেয়া এই টাকায় রোহিঙ্গা মুসলমানদের চাল, ডাল বিতরণসহ ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ১৫ দিন ধরে এ কার্যক্রম চলবে।
গোলাম দস্তগীর গাজী এমপির নির্দেশে ও তত্ত্বাবধানে সেখানে কাজ করছেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কবি আবু হানিফ হৃদয়সহ ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল।