আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে ধর্ষণের অভিযোগে মামলা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার রূপসী এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তরুণীর মা বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে নিশ্চিত করে বলেন, মেয়েটি একটি ছেলেকে ভালোবাসত। ওই ছেলের বন্ধুদের সাথে সিএনজিতে চড়ে  রূপসী এলাকায় যায়। সেখানে একটি কক্ষে দুই জন ধরে রাখে একজন রেপ (ধর্ষণ) করে।

তিনি আরো জানান, আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে,   উপজেলার বরপা এলাকার একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ঐ তরুণী । সোনারগাঁও থানার আমগাঁও এলাকার হালেম মিয়ার ছেলে অপুর সাথে তার সম্পর্ক হয়। গত ১৫ অক্টোবর রাত তাকে ধর্ষণ করা হয়।

সর্বশেষ সংবাদ