সংবাদচর্চা রিপোর্ট:
রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুন্না খাঁন বলেছেন, সবার সহযোগিতায় আমাদের মাদ্রাসা পিছিয়ে নেই। মেয়র মহোদয়ের অনুদানে আমাদের অফিস কক্ষ হয়েছে। আমাদের শিক্ষার্র্থীরা জেলা ,উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করছে। মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমাদের মাদ্রাসায় এখন কোন সমস্যা নেই। সবাই বাপ্পী ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি আমাদের ঈদগার মাঠ সংস্কার করে দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান ফটক,সীমানা প্রাচীর ও ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২ ,৩ তলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া হাসু, আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন পান্নু, রূপসী বাগবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম মাহবুবু, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম পনির খাঁন, সুপার শহীদুল হক,সহ-সুপার মুফতি ওবায়দুল হক, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুঁইয়া, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান বাবেল প্রমুখ।