আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগ‌ঞ্জে মাস্ক-হ্যান্ড স্যা‌নিটাইজার বিতরন

ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে জনস‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষ্যে রূপগ‌ঞ্জে মাস্ক, লিফলেট, হ্যান্ড স্যা‌নিটাইজার বিতরন করা হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে উপ‌জেলার ইছাপুরা বাজা‌রে  মাস্ক, লিফলেট, হ্যান্ড স্যা‌নিটাইজার বিতরন ক‌রেন রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী।
রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী তার বক্ত‌ব্যে করোনা ভাইরাসের বিস্তারের ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে ব‌লেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাক‌তে হ‌বে। করোনা ভাইরাস সংক্রমনে ঝুকি রোধে ঘনঘন হাত ধোয়া, যেখানে সেখানে থুতু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করার আহবান জানান রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী।
এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা কাওসার মিয়া, নবী হো‌সেন, মিঠু খন্দকার, মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।