নিজস্ব প্রতিবেদক:
“নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা ঐক্যবদ্ধ” শ্লোগানকে সামনে রেখে সম্প্রীতি সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা সর্বস্তরের হিন্দু সম্প্রদায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিককে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পালের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার, সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল শীল, রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা সহ অনেকে।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এ উপজেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে।
বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সম্প্রীতির সমাবেশ করছি।