আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের যুবক ময়মনসিংহে নিহত

রূপগঞ্জের এক যুবক ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।  শুক্রবার ভোরে  ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আজিম (২৩)। সে রূপগঞ্জ থানার তালাশ কোর্ট এলাকার আবদুস সালামের ছেলে।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান বলেন, মাছভর্তি ছোট পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বড় পিকআপের সঙ্গে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ দুটি জব্দ করা হয়েছে। নিহতের  স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।