সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের দুই ফেনসিডিল ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ মার্চ) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিনের আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন রূপগঞ্জ থানাধীন পারাইন এলাকার দানেশ আলীর ছেলে শাহিন(৩০), মিঠাবো এলাকার নিবাস চন্দ্র দাসের ছেলে বাসুদেব দাস (২৭) ।
প্রসঙ্গত গত ৭ মার্চ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর মেঘনাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৪২৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৯৭৪০/- টাকা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।