সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার কুখ্যাত ডাকাত কাওসার আহম্মেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর সোমবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার হারুন মিয়ার ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, কাওসার আহম্মেদের বিরুদ্ধে রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় তিনটি ডাকাতি মামলাসহ হাফ ডজন মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।