সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে হচ্ছে সরকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এন্ড টেক্সটাইল কলেজ। শুক্রবার ( ২৮ আগস্ট) সকালে স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম , বস্ত্র অধিদপ্তরের ডিজি দিলিপ কুমার শাহ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়াসহ অনেকে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সাংবাদিকদের বলেন, রূপগঞ্জে বেশ কয়েকটি জায়গা দেখেছি। গোলাকান্দাইল বিশ্ব রোডের পাশে (৫নং ওয়ার্ড এর নীল ভিটা সংলগ্ন) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এন্ড টেক্সটাইল কলেজের জন্য একটি জায়গা দেখে এসেছি। জায়গাটি দেখে সবার পছন্দ হয়েছে। সরকারী ভাবে কিভাবে জায়গাগুলো নেওয়া যায় , কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যায় সেই ধরণের আমরা চিন্তাভাবনা করছি। এটা অচিরেই বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি।