আজ রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেয়ের জামাইর বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ।  বুধবার ভোরে রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আহাম্মদ আলী (৭০) পিতা মৃত এতিম উল্লাহ। গ্রাম দলবাড়াউট, থানা দিরাই জেলা সুনামগঞ্জ বলে জানা যায়। কাচঁপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে আহাম্মদ আলী গোলাকান্দাইল এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বুধবার ভোরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী তিশা পরিবহন ঢাকা মেট্রো ব- ১৫-৫৬৩২ ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।