আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ আগস্ট বিকালে রূপসী শহীদ বকুল স্মৃতি সংসদ ভবনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের , সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের একান্ত সচিব এমদাদ হোসেন, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, কাউন্সিলর আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আনছার আলী, ।
পরে অতিথিবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।