নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ৩ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আয়োচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া, মোন্তাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সজিব, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান, রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান, আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা, আব্দুল কাইয়ুম, খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, মোমেন মোল্লা, নাজিম উদ্দিন ভুঁইয়া কুসুম, মোবারক হোসেন, এডভোকেট আইরিন আক্তার রুবি, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা রাশিদুল, কিরণ ভুঁইয়া, টিপু সুলতান, রিটন, বাবু প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পরে রূপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।