নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ৫০টি পোড়া মরদেহ বের করা হয়েছে । শুক্রবার ( ৯ জুলাই) বেলা সোয়া দুইটা পর্যন্ত লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর আগে ২ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫২। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ১৯ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে এক এক করে মরদেহ হওয়ায় কারখানাটি মৃত্যুপরীতে পরিণত হয়েছে। লাশের গন্ধে ভারী হচ্ছে সেজান জুস কারখানা এলাকা। নিহতের স্বজনেরা কারখার সামনে অপেক্ষা করছে। তাদের কান্না থামছে না। ইতোমধ্যে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতের অধিকাংশ কারখানাটির শ্রমিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ( সেজান জুস) ফ্যাক্টরিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।