আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সাপের কামড়ে মহিলার মৃত্যু

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে সুফিয়া বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পানাব এলাকায় ঘটে এ ঘটনা। সুফিয়া বেগম ওই এলাকার ওসমান মিয়ার স্ত্রী।
নিহতের পারিবারিক সুত্র জানায়, রাতে দুধ গরম করতে রান্না ঘরে যান সুফিয়া বেগম। এসময় রান্না ঘরের এক পাশ থেকে একটি বিষাক্ত সাপ সুফিয়া বেগমকে কামড় দেয়। এক পর্যায়ে সুফিয়া চিৎকার করে ঢলে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কিছুটা সুস্থ্য হয়ে উঠলে সুফিয়াকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে শনিবার সকালে সুফিয়া বেগমের মৃত্যু হয়।