করোনা ভাইরাস মোকাবেলায় এবং প্রতিরোধে রূপগঞ্জে উপজেলা জুড়ে বিয়ে, সভা-সমাবেশ, ওয়াজ মাহফিলসহ লোক সমাগম ঘটে এমন সকল ধরণের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি জানান, সরকারের নির্দেশ আমরা বাস্তবায়ন করছি। বাওনিয়া ও ব্রাহ্মণগাও দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। একটিতে শুধু মাত্র বিয়ে হয়েছে। বৃহস্পতিবার রাতে মুশরী এলাকায় একটি ওয়াজ বন্ধ করে দিয়েছি । শুক্রবার একটা ওয়াজ হওয়ার কথা ছিলো সেটাও বন্ধ করে দিয়েছি।
তিনি আরো জানান , যারা বিদেশ থেকে দেশে এসেছে তাদেরকে আমরা নজরদারিতে রাখছি।