আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী জহির গ্রেফতার

রূপগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরকে গ্রেফতার করেছে  পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) ভোর রাতে উপজেলার মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জামাই জহির মাছিমপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানান, মাছিমপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জামাই জহির দীর্ঘদিন ধরে মাছিমপুর, পাবই, মীরকুটিরছেও, পারাইন, বাড়ইপাড়াসহ উপজেলার বিভিন্ এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।