আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শিশু ধর্ষণ

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । গত ১৩ মার্চ রাতে রূপসী বাগবাড়ি ব্রিজের পাশে তানসের এর বাড়িতে এই ঘটনা ঘটে। রাতে এলাকাবাসী ধর্ষকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ৫ হাজার টাকায় রফাদফা করে স্থানীয় একটি চক্র। পরে গভীর রাতে ডাকাত পড়ছে বলে মাইক দিয়ে মাইকিং করা হয়। পুলিশ পাহাড়া দেয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।