আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে লিগ্যাল ভিশন ‘ল’ চেম্বার উদ্বোধন

 

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে  একটি  লিগ্যাল ভিশন ‘ল’ চেম্বারের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ রোডে লিগ্যাল ভিশন ‘ল’ চেম্বার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। জেলা আইনজীবি সমিতির কার্যকরী সদস্য এপিপি এ্যাডভোকেট মোঃ স্বপন ভুঁইয়া স্থানীয়ভাবে আইনি সহায়তা দিতে এ চেম্বার খুলেছেন বলে জানা গেছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলার (মহিলা) ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদে আলমাস, তাবিবুল কাদের তমাল, সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাভোকেট মোহাম্মাদ রফিকুল আলম, এ্যাডঃ আব্দুস সামাদ (এপিপি), এ্যাডঃ রাসেল (এপিপি), এ্যাডঃ ডালিম, এ্যাডঃ মোশারফ হোসেন, এ্যাড. হাসান, এ্যাডঃ সুমন, ও গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, মুড়াপাড়া বিশ্ব বিদ্যালয় কলেজের জিএস দুলাল ভুইয়া, যুব লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।