আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রেকর্ডিং স্টুডিওতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে শীতলক্ষ্যা রেকর্ডিং স্টুডিওতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে । সোমবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার ভূলতা-গোলাকান্দাইল হাজী শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক বিপ্লব হাসান। অভিযোগ সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের জের ধরে কশাই শাওনসহ আরও ৭/৮জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শীতলক্ষ্যা রেকর্ডিং স্টুডিওতে হামলা চালায়। এছাড়া কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এতে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে হামলাকারীরা।

বিপ্লব হাসান অভিযোগ করে বলেন, ঘটনার সময় ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এএসআই মিলনের সাথে যোগাযোগ করেন। মুঠোফোনে এএসআই মিলনকে বার বার কল দিয়েও পাওয়া যায়নি। আমি ছাড়াও সাংবাদিক শফিকও এএসআই মিলনের সঙ্গে মুঠোফোনে কথা হলেও মিলন ঘটনাস্থলে আসে নাই। পরে ঘটনা শেষে রূপগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কী ব্যবস্থা নেয় তার অপেক্ষায় আছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা হলে, পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।