আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে সুমন মিয়া নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তারাব পৌরসভার রসুলপুর পলাশের কয়েল ফ্যাক্টরীর পেছনে এ হত্যাকাণ্ড ঘটে। সুমন মিয়া রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে। তবে তিনি তার পালক বাবা হাজী করম আলীর কাছে থাকতেন। এঘটনায় সুমনের মা নার্গিস বেগম রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে সুমনের স্ত্রী লেবাননে থাকেন। নিহতের মার অভিযোগ পূর্বশত্রুতার জেরে সুমনকে অজ্ঞত লোক ডেকে নিয়ে হত্যা করেছে। সুমনের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, তারাব পৌরসভার রসুলপুর এলাকায় স্থানীয়রা ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় জানিয়ে আতাউর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের চেষ্টা চলছে।