আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবককে শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন থেকে জানা যায় শ্বাসরোধে অজ্ঞাত ওই যুবককে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে মামলা তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ-পরিদশক (এসআই) আব্দুল আলিম এ বিষয়টি নিশ্চিত করেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদশক (এসআই) আব্দুল আলিম জানান, গত ১২ ফেব্রুয়ারী রাতে তারাব পৌরসভার নোয়াপাড়া বটতলা খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ লাশ উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত যুবকের লাশ কেউ চিনে থাকলে রূপগঞ্জ থানায় যোগাযোগের আহবান জানান তিনি।